Skip to content Skip to sidebar Skip to footer

Before Post

Realme Narzo 20 Features, Review and Price in Bangladesh

Realme Narzo 20 Price in Bangladesh

Realme Narzo 20 Price in Bangladesh
রিলিজ পেয়ে গেলো Realme এর বাজেট কিলিং সেরা ফোন Realme Narzo 20। মোবাইলটির দুইটি ভার্সন ইন্ডিয়ায় রিলিজ পেয়েছে ২৮ সেপ্টেম্বর, ২০২০ এ - এর মধ্যে একটি হলো ৪/৬৪ জিবি আর অন্যটি ৪/১২৮ জিবির ভার্সন এগুলোর মূল্য যথাক্রমে ১২,২০০৳ এবং ১৩,৩০০৳ (ভারতীয় মূল্য)। ধরা যায় বাংলাদেশী মূল্য হতে পারে ১৬,০০০-১৮,০০০ টাকার মধ্যে। আজকের এই আর্টিকেলে দেখবো Realme Narzo 20 সম্পূর্ন ফিচার ও আমার ছোট্ট রিভিউ।

Realme Narzo 20 ফিচারসমূহ

মোবাইল বডি ও ডিসপ্লে

Realme Narzo 20 তে রয়েছে ৬.৫ ইঞ্চির মাল্টিটাচ মিনিমাল নচের এলসিডি স্ক্রিন। এটার ডাইমেনশন ১৬৪.৫ x ৭৫.৯ x ৯.৮ মিলিমিটার আর ওজন ২০৮ গ্রাম। এই ডাইমেনশনের ফোনগুলো হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল আসবে। Narzo 20 তে মেটেরিয়াল হিসেবে সামনে গ্লাস ও পেছনে প্লাস্টিক বডি দিয়ে তৈরি। মাল্টিটাচ ফিচারের এই ফোনে এইচডি+ ৭২০ x ১৬০০ পিক্সেলের ডিসপ্লে। কালার হিসেবে আছে সিলভার ও ব্লু আর ডিসপ্লেতে প্রটেকশন হিসেবে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস।

কানেক্টিভিটি

Realme Narzo 20 তে ডুয়াল ন্যানো সীম যেখানে ২জি, ৩জি এবং ৪জি প্রযুক্তি ব্যাবহার করা যাবে। WLAN হিসেবে ডুয়াল ব্যান্ড, ওয়াইফাই ডিরেক্ট এবং হটস্পট। এতে রয়েছে ব্লুটুথ v5.0, A2DP, LE আর GPS এ ব্যাবহার করা হয়েছে v5.0, A2DP, LE এছাড়াও এটাতে আছে এফএম। Realme Narzo 20 যে চার্জিং ও ডাটা ট্রান্সমিটের জন্য USB v2.0 ব্যাবহার করা হয়েছে যেখানে পাবেন OTG সেবা।

সিস্টেম ও স্টোরেজ

Realme Narzo 20 তে অপারেটিং সিস্টেমে ব্যাবহার করা হয়েছে Realme UI যেটা মূলত অ্যান্ড্রোয়েড ১০। চিপসেটে রয়েছে মিডিয়াটেক হেলিও G85 (১২ন্যানো) আর র্যাম ৪ জিবি। প্রসেসর হিসেবে আছে অক্টাকোর up to 2.0 GHz আর GPU তে Mali-G52 MC2 দেওয়া হয়েছে। এতে ইন্টারনাল স্টোরেজ হিসেবে রমের দুটি ভার্সন ৬৪ জিবি ও ১২৮ জিবি রয়েছে যেগুলোতে eMMC 5.1 প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। অন্যদিকে এক্সটার্নাল স্টোরেজ হিসেবে ডেডিকেটেড স্লট হিসেবে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে।

ক্যামেরা

এই বাজেটে ভালো ক্যামেরার ফোনের কথা বলতে গেলে Realme Narzo 20 ই এগিয়ে থাকবে। এর পেছনের ক্যামেরায় ট্রিপল ক্যামেরা ৫৮ মেগাপিক্সেল (৪৮+৮+২) আর সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পিছনের ক্যামেরায় PDAF, ১১৯° আল্ট্রা ওয়াইড, ম্যাক্রো ও HDR শট নেওয়া যাবে। বিশাল এই ৫৮ মেগাপিক্সেল ক্যামেরার সাথে থাকবে একটি উজ্জ্বল ফ্ল্যাশ। আর সামনের ক্যামেরার মাধ্যমে ফেস বিউটি ও HDR শট নেওয়া যাবে। আর সামনে পিছনে দুটি ক্যামেরা দিয়েই ফুল এইচডি ১০৮০ পি ভিডিও রেকর্ড করা যাবে।

ব্যাটারি

Realme Narzo 20 সবথেকে ভালো দিক হলো ব্যাটারি। এতে ব্যাবহার করা হয়েছে নন রিমুভেবল লিথিয়াম পলিমার প্রযুক্তির ৬০০০ এমএএইচের বিশাল ব্যাটারি। সাথে রিভার্স চার্জিং প্রযুক্তিসহ রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জার। যার ফলে লিমিটলেস ভাবেই ব্যবহার করা যাবে Realme Narzo 20।

সাউন্ড

Realme Narzo 20 তে ক্লিয়ার লাউডস্পিকার ও ক্রিস্টাল ক্লিয়ার অডিও রেকর্ডিং মাইক্রোফোন। আর এক্সটার্নাল সাউন্ড কানেকশনের জন্য ৩.৫ মিমি জ্যাক।

সিকিউরিটি

Realme Narzo 20 এর পেছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর এতে ফেস আনলক প্রযুক্তিও বিদ্যমান।

সেন্সর

সেন্সর হিসেবে রয়েছে Fingerprint, Accelerometer, Proximity, E-Compass সেন্সরগুলো। এছাড়াও এতে রয়েছে নোটিফিকেশন ইন্ডিকেটর এলইডি।

Realme Narzo 20 রিভিউ

ফিচারের দিক থেকে অনেক এগিয়ে Realme Narzo 20 বিশেষ করে ব্যাটারি আর চার্জিং এর বিষয়টা বলতেই হয়। ৬০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি মানেই বিশাল ব্যাটারি। মোবাইলটির বিল্ড কোয়ালিটি, ক্যামেরা পজিশন প্রিমিয়াম। যদিও চিপসেটে মিডিয়াটেক হেলিও G85 ব্যবহার করা হয়েছে তবে এটার পারফরমেন্স যথেষ্ট ভালো। তবে Realme Narzo 20 ফোনটিতে ইউএসবি টাইপ-সি নেই আর সামনের ক্যামেরা আরেকটু উন্নত করে ১৩ মেগাপিক্সেল দেওয়া যেতো।
তবে Realme Narzo 20 এর সার্বিক বিষয়, বাজেট ও ফিচার বিবেচনা করলে এটাকে ১০০ এর মধ্যে ৮১ দেওয়া যায়।
এই ছিলো আমাদের Realme Narzo 20 নিয়ে বাংলায় ফিচার, মূল্য ও রিভিউ। আর্টিকেল নিয়ে কোনো মতামত থাকলে কমেন্টে জানান, চাইলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সংযুক্ত হতে পারেন।